জেলা ক্রীড়া অফিসের নিজস্ব ওয়েব সাইট নির্মাণ করা হয়েছে এবং ইনেফা সরকার নেটওয়ার্ক স্থাপন করে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ( অনূর্ধ্ব-১৭ ) ও জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা ( অনূর্ধ্ব-১৭ ) ২০১৯ ও ২০২১ এর জাতীয় পর্যায়ে ঢাকা বিভাগের হয়ে ০৩ জন বালক ও ০৩ জন বালিকা অংশগ্রহণ করে এবং ২০২১ সালের সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ৪০ জন বালক ও ৪০ জন বালিকাদের মধ্য জেলা থেকে ০২ জন বালিকা ও ০১ জন বালক বিকেএসপি-তে ০৩ মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ২০১৯, ২০২১ ও ২০২২ সালে জাতীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ অনুরধ-১৫ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগের হয়ে ০৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ২০২১ সালের জাতীয় পর্যায়ের বিচ ফুটবলে ০২ জন বালক অংশগ্রহণ করে। জুনিয়র আথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ এ ঢাকা বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে ০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এবং জুনিয়র সাঁতার প্রতিযগিতায় ০৩ জন বালিকা ও ০১ জন বালক অংশগ্রহণ করে ০১টি স্বর্ণ , ০৩টি রৌপ্য, ও ০১টি ব্রোঞ্জ সহ মোট ০৫টি পদক লাভ করে। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট - ২০২৩ ও ২০২৪ এর জেলা পর্যায়ে আয়োজন সম্পন্ন হয়েছে। এছাড়াও প্রতিবছর জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস